Site icon Jamuna Television

কুয়েটে অচালবস্থা: একাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা 

দুই মাস আট দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে ক্লাসে ফেরেনি কুয়েট শিক্ষকরা। গত ১৮ ফেব্রুয়ারি বিশৃঙ্খলাকারীসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।

রোববার (৪ মে) সকাল আটটা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হয়নি।

শিক্ষকরা বলেছেন, কুয়েট একটি শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে যারা বিশৃঙ্খলা করেছে তাদের শাস্তি না হলে এমন পরিস্থিতি চলতে থাকবে।

এদিকে শিক্ষার্থীরা বলেছেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এমনিতেই তারা পড়ালেখার পিছিয়ে গেছে এর পরও যদি এই ধারাবাহিকতা চলমান থাকে তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পড়বে। 

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষের পর অচলাবস্থা বিরাজ করে। এর আগে শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মাছূদের অপসারণের এক দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করে। পরবর্তীতে উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। একইসঙ্গে অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এর অধ্যাপক ড. মুহাম্মদ হযরত আলীকে। তিনি গতকাল আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

/এমএইচ

Exit mobile version