Site icon Jamuna Television

দ্বিপাক্ষিক আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি।

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় এ বিষয়ে বাস্তব কোনও ফল আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসে রোহিঙ্গা ইস্যুতে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে দুইটি দিক রয়েছে। একটি হলো অধিকার, আরেকটি হলো নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না। তবে আমরা কোনও অযৌক্তিক প্রত্যাশায় নেই। যেই নির্যাতন থেকে তারা বাঁচতে চেয়েছিল, আমরা কি তাদের সেই জায়গায় ফেরত পাঠাবো?

তিনি আরও বলেন, মিয়ানমারে অবশ্যই বাস্তব পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। যদিও এটি কঠিন ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ঐক্যবদ্ধ না হলে এটা সম্ভব হবে না। এ সময় রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে একটি রোডম্যাপ থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version