Site icon Jamuna Television

গাঁজা চাষ ও সেবনের বৈধতা চেয়ে মেক্সিকোতে বিশাল র‍্যালি

গাঁজা চাষ ও সেবনের বৈধতা চেয়ে বিশাল র‍্যালির আয়োজন করেছে মেক্সিকানরা। শনিবার (৩ মে) দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রধান সড়কে জড়ো হয় সবাই।

এসময় গাঁজা সেবনে আইনত জটিলতায় ক্ষোভ ঝাড়েন তারা। সরকারের কাছে অনুমতি চান ব্যক্তিগতভাবে গাঁজা চাষ ও সেবনের জন্য।

২০১৭ সাল থেকে চিকিৎসাক্ষেত্রে গাঁজার ব্যবহারকে অনুমোদন দিয়েছিল মেক্সিকো সরকার। পরে ২০২১ সালে শুধু মাত্র প্রাপ্ত বয়স্কদের এই নেশাদ্রব্যটি প্রকাশ্যে সেবনে স্বীকৃতি দেয়া হয়। তবে ব্যক্তিগত ব্যবহারে এখনও রয়েছে আইনত জটিলতা। এদিকে বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজার বিক্রয় এখনও নিষিদ্ধ মেক্সিকোতে।

/এমএইচ

Exit mobile version