Site icon Jamuna Television

রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে মতৈক্যে পৌঁছানোর আহ্বান ঐকমত্য কমিশনের

ফাইল ছবি

রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে মতৈক্যে পৌঁছাতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ঐকমত্য কমিশন। রোববার (৪ মে) সকালে ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপে আজ ১২ দলীয় জোটের সাথে সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে উল্লেখ করে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সবার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করাই কমিশনের লক্ষ্য।

তিনি আরও বলেন, আগামীতে স্বৈরশাসন যেন স্থায়ী হতে না পারে সে চেষ্টাই করে যাচ্ছে কমিশন। রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে পুনরায় যেন স্বৈরশাসনের বন্দোবস্ত না হয় সেটি নিশ্চিতেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হচ্ছে।

বিলম্বের সুযোগ নেই জানিয়ে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোতে সবাইকে দ্রুত একমত হতে হবে। মতপার্থক্য থাকবে তবে দেশের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

/এমএইচ/এএইচএম

Exit mobile version