Site icon Jamuna Television

বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট

বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট। ২০২৫ সালের শেষ দিকে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। রোববার (৪ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৩ মে) যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ারহোল্ডারদের সভায় এ ঘোষণা দেন তিনি।

বাফেটের পদত্যাগের পর বোর্ডের অনুমোদন সাপেক্ষে বার্কশায়ারের সিইও হিসেবে দায়িত্ব নেবেন গ্রেগ অ্যাবেল। বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২১ সালেই তাকে বাফেটের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়।

শনিবারের সভায় বাফেট জানিয়েছেন, তিনি বার্কশায়ারের একটিও শেয়ার বিক্রি করবেন না। তিনি বলেন, তার এই সিদ্ধান্তের কথা কেবল তার সন্তানেরাই জানতেন।

বাফেট বলেন, ‘আমি চাই, বছরের শেষে গ্রেগ অ্যাবেল কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নিক। সে দারুণ কিছু করে দেখাবে, সেই অপেক্ষায় থাকবো।’

উল্লেখ্য, ১৯৬৫ সালে বার্কশায়ার প্রতিষ্ঠার সময় থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন ওয়ারেন বাফেট। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। 

/এআই

Exit mobile version