Site icon Jamuna Television

বিয়ের প্রলোভনে সম্পর্ক: আইনের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টে রুল

ফাইল ছবি।

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের সাজা শুধু পুরুষের, এমন আইন কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি বাতিল করা হবেনা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৪ মে) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৭ এপ্রিল বিয়ের প্রলোভন সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। 

রিটকারীর আইনজীবী ইশরাত হাসান বলেন, প্রতিশ্রুতি না রাখার কারণে শুধু পুরুষের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও ৭ বছরে সাজা দেওয়ার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি নাগরিক অধিকার ও ন্যায়বিচার পরিপন্থী। তাই বিধানটি বাতিল করার জন্য হাইকোর্টে রিটটি করা হয়।

২০০৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয়। আইনটি সময়োপযোগী করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আইনে সংশোধনী এনে চলতি বছরের ২৫ মার্চ অধ্যাদেশ জারি করা হয়।

/এএস

Exit mobile version