Site icon Jamuna Television

লিটন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক

বেশ কিছুদিন ধরেই সময় খারাপ যাচ্ছিল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে আঙুলের চোটে পড়ে না খেলেই ফিরে এসেছেন। কিন্তু খারাপ সময় যে সাময়িক, তা প্রমাণ হলো আরও একবার। ব্যাটার লিটন দাসের কাছে খবর এলো, তিনি জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

রোববার (৪ মে) বিকেলে মিরপুরে তাঁদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, লিটনই কাঁধেই চড়ছে অধিনায়কত্বের দায়িত্ব। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এরআগে চারটি টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে লিটনের।

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান।

মেহেদীকে সহ–অধিনায়ক কেন করা হলো, এমন প্রশ্নে নাজমূল আবেদীন ফাহিম বলেন, শুধু এই দুটি সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে দেখা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন তারা।

/এমএমএইচ

Exit mobile version