Site icon Jamuna Television

ট্যাংক তৈরির কারখানা পরিদর্শন কিম জং উনের

উত্তর কোরিয়ায় একটি ট্যাংক তৈরির কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার (৪ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ বিষয়টি নিশ্চিত করে।

এতে বলা হয়, ঘনিষ্ঠ কর্মকর্তাদের সাথে নিয়ে ট্যাংক তৈরির একটি কারখানা পরিদর্শন করেন কিম জং উন। তবে কারখানাটি কোথায় অবস্থিত সেটি উল্লেখ করেনি গণমাধ্যমটি।

কর্মকর্তাদের সাথে আলোচনায় কিম জং উন

এ সময় অত্যাধুনিক ট্যাংক ও সাঁজোয়া যান তৈরি, দেশটির সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি।

পরিদর্শনে কিম জং উন

এর আগে, যুদ্ধ সরঞ্জামকে উন্নত করার মাধ্যমে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে দ্বিতীয় বিপ্লব আনার কথা জানিয়েছিল কিম প্রশাসন। সে লক্ষ্যে নতুন একটি যুদ্ধজাহাজ উন্মোচনও করেছে উত্তর কোরিয়া।

/এএইচএম

Exit mobile version