Site icon Jamuna Television

আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বোয়ালমারী করেসপনডেন্ট:

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তন্ময় খান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) দুপুর তিনটার দিকে উপজেলা সদরের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে।

এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, তন্ময় খান বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাদশা তালুকদারের ফসলি জমির মোটরচালিত সেচ পাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

পল্লী বিদ্যুৎের আলফাডাঙ্গা অফিসের এজিএম ফাহিম হোসেন ইভান বলেন, বাদশা তালুকদারের সেচ সংযোগের বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। এ সময় সেচ সংযোগে কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version