পকেটে মোবাইল ফোন নিয়েই নেমে পড়লেন ব্যাটিংয়ে!

|

ক্রিকেটে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম বা ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। অথচ ইংলিশ কাউন্টি ক্রিকেটে মোবাইল ফোন পকেটে নিয়েই ব্যাটিংয়ে নেমে পড়লেন ল্যাঙ্কাশায়ারের পেসার টম বেইলি! আর রান নিতে গিয়ে পকেট থেকে পড়ে যায় সেই ক্ষুদে যন্ত্রটিও।

ইংল্যান্ডের কাউন্টির ম্যাচে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেইলি। ম্যাচের ১১৪তম ওভারের ঘটনা। জোশ শ’র করা বলে দ্বিতীয় রান নিতে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছতেই আচমকা তার পকেট থেকে একটি মোবাইল ফোন মাটিতে পড়ে যায়।

এসময় ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, ‘ওর (বেইলি) পকেট থেকে কিছু একটা পড়ে গেছে.. ওটা কি মোবাইল ফোন!’

ক্রিকেট মাঠে মোবাইল ফোন নিয়ে খেলতে নামার ঘটনা এটাই প্রথম কিনা, তা জানা না গেলেও ক্রিকেট বিশ্বে ক্রিকেটারের পকেট থেকে মোবাইল ফোন পড়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম।

এই ঘটনায় বেইলি কী ধরনের শাস্তির মুখে পড়েন, সেটাই এখন দেখার বিষয়। ইনিংস শেষে ৩১ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন টম বেইলি।

এ ঘটনায় একজন সমর্থক সামাজিকমাধ্যমে মজা করে লিখেছেন, সম্ভবত ল্যাঙ্কাশায়ারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন বেইলি, তাই ফোন সঙ্গে নিয়েই নেমেছেন ব্যাট করতে!

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply