Site icon Jamuna Television

নওগাঁয় পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুরে সদর উপজেলার সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মছির উদ্দিন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে যায়। এ সময় একজনকে রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে থাকতে দেখা যায়।

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, গত ৫ আগস্ট ভবনটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে সাধারণত কেউ আসে না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ভবনের লিফটের তার অথবা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিলেন। সাততলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

/এএইচএম

Exit mobile version