Site icon Jamuna Television

লড়াইটা ‘এল ক্লাসিকো’ পর্যন্ত নিয়ে গেলো রিয়াল

চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে। কোপা দেল রেতে ফাইনালে হেরেছে বার্সেলোনার কাছে। রিয়াল মাদ্রিদের ভরসা এখন লা লিগার শিরোপা। একটি হার বা ড্র রিয়ালের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নকে মিশিয়ে দিতে পারে ধুলোয়। তেমনই এক পরিস্থিতিতে আজ সেল্টা ভিগোর মুখোমুখি হয়ে কোনোক্রমে জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

রোববার (৪ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে সেল্টা ভিগোকে ৩-২ গোলে হারিয়েছে এমবাপ্পেরা। অথচ ম্যাচটা রিয়ালের সহজেই জেতার কথা ছিল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর আরদা গুলেরের নৈপুণ্যে ৪৮ মিনিটেই রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে। কিন্তু তিন গোলের সেই লিডও এক সময় হারের চোখ রাঙাচ্ছিল আনচেলোত্তির দলকে।

‘কামব্যাক’ শব্দটা রিয়াল মাদ্রিদের সঙ্গে ভালোভাবে জুড়ে গেলেও আজ সেল্টা ভিগোর কাছেই কামব্যাকের দুঃসময় হজম করতে বসেছিল তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭৬ মিনিটে ব্যবধান ৩-২ করে সেল্টা। সফরকারীদের পক্ষে স্কোরশিটে নাম তোলেন জাভি রদ্রিগেজ ও উইল্ট সুইডবার্গ। ব্যবধান কমিয়ে রিয়ালের ওপর হামলে পড়ে সেল্টা ভিগো। সমতা ফেরানোর একাধিক সুযোগও তৈরি করে তারা। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি তারা আর পায়নি।

এই জয়ে লা লিগার শীর্ষস্থান দখলের লড়াইয়ে বার্সেলোনার ওপর চাপ বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট, যেখানে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭৯। পরবর্তী ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ে নির্ধারিত হতে পারে চলতি মৌসুমের শিরোপার ভাগ্য, আবার না-ও হতে পারে। কারণ, ‘এল ক্লাসিকো’তে বার্সা হারলেও পরের ম্যাচগুলো জিতলেই তাদের হাতে উঠবে লা লিগার শিরোপা।

/এএম

Exit mobile version