Site icon Jamuna Television

রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে অনুরূপ আইচের নতুন গান প্রকাশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২৫ শে বৈশাখ উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ‘তোমার সোনার তরী’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জিন্নাহ খান। গীতিকার ও সুরকার অনুরূপ আইচের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্ট’ এর ইউটিউব চ্যানেলে। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. বাবুল।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী জিন্নাহ খান বলেন, গানে বাণিজ্যকে প্রাধান্য দিই না। ভালো গানের পাশাপাশি এক্সেপশনাল কিছু গান করে যেতে চাই ভবিষ্যতের জন্য। সেই বাসনা থেকেই গতবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গান করেছি, এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করলাম। আগামীতে পল্লীকবি জসিম উদ্দিনকে নিয়েও গান করার পরিকল্পনা রয়েছে। মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়ে গান করার ইচ্ছা সবসময় রয়েছে। এই কনসেপ্টটি আমি পেয়েছি অনুরূপ আইচের কাছ থেকে।

গানের গীতিকার ও সুরকার অনুরূপ আইচ বলেন, দেশে এখন অনেক শিল্পী থাকলেও শিল্পবোদ্ধা শিল্পীর অভাব রয়েছে। তবে জিন্নাহ খান ব্যতিক্রম। তিনি আমার ব্যতিক্রমী ধারার গান করার ইচ্ছাকে গুরুত্ব দেওয়ায় কিছু স্বতন্ত্র গান করতে পারছি। আমার বিশ্বাস, কাজী নজরুলকে নিয়ে করা গানের মতোই রবীন্দ্রনাথকে নিয়ে এই গানটিও শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে।”

সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ জানান, গীতিকার অনুরূপ আইচের সঙ্গে আমার বহু সফল গান রয়েছে। তার সুবাদে জিন্নাহ খানের ব্যতিক্রমী কিছু গান করার সুযোগ পেয়েছি, যা আমাকে আনন্দ দিয়েছে। নজরুল ও রবীন্দ্রনাথকে নিয়ে তৈরি গানগুলো ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকবে বলে বিশ্বাস করি।

/এসআইএন

Exit mobile version