Site icon Jamuna Television

বুন্দেসলিগা বায়ার্নের, অবশেষে ‘চ্যাম্পিয়ন’ কেইন

শিরোপা-উৎসবে মাতোয়ারা হতে পারতো গতকালই। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করে সেই সুযোগ হারায় বায়ার্ন মিউনিখ। তবে আজ নিকট প্রতিদ্বন্দ্বী লেভারকুসেন ফ্রাইবুর্গের সঙ্গে ড্র করায় পরের ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না হ্যারি কেইনকে। অবসান হলো তার দীর্ঘ অপেক্ষার। কারণ, পেশাদার ফুটবলে এটাই ইংলিশ স্ট্রাইকারের প্রথম দলীয় শিরোপা জয়ের স্বাদ! এই স্বাদ নিশ্চয়ই অতুলনীয় হয়ে থাকবে তার কাছে।

দুই ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগার মুকুট পুনরুদ্ধার করলো বায়ার্ন। মাথায় ৩৪তম বুন্দেসলিগার তাজ তাদের। সর্বশেষ ১৩ মৌসুমে ১২তম শিরোপা। টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লেভারকুসেনের কাছে শিরোপা খুইয়েছিল বাভারিয়ানরা। কেইন বায়ার্নে নাম লিখিয়েছিলেন সেই মৌসুমেই। পেশাদার ক্যারিয়ার শুরুর ১৫ বছর পর প্রথমবারের মতো তিনি পেলেন তার কাঙ্ক্ষিত শিরোপা!

রোববার (৪ এপ্রিল) ফ্রাইবুর্গের মাঠে ২-২ গোলে ড্র করে গতবারের চ্যাম্পিয়ন লেভারকুজেন। ৪৪ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ার পর ৮২ ও ৯৩তম মিনিটে জালের দেখা পায় সফরকারীরা।

গতকাল শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ ড্র করে শিরোপা নিশ্চিত করার সুযোগ সাময়িক হাতছাড়া হওয়ার পর বায়ার্ন তারকা টমাস মুলার ইনস্টাগ্রামে লিখেছিলেন– ‘পরের সপ্তাহে, হ্যারি!’

তবে অতো প্রহর অপেক্ষা করতে হলো না ইংলিশ ‘গোল মেশিন’কে। পরের দিনই পেয়ে গেলেন জীবনের অন্যতম সেরা খুশির খবর! হ্যারি কেইন এখন চ্যাম্পিয়ন!

৩৪ ম্যাচের বুন্দেসলিগায় ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৭৬, সমান ম্যাচে জাভি আলোন্সোর লেভারকুসেনের পয়েন্ট ৬৮।

/এএম

Exit mobile version