Site icon Jamuna Television

হাসনাতের ওপর হামলা: পুলিশি হেফাজতে ১২ জন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

রোববার (৪ এপ্রিল) রাতে তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, তাদের কেউ গ্রেফতার নয়। সকালে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়ক এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়, হাসনাতের হাত রক্তাক্ত হয়।

এদিকে, হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অনেক জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।

এই হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থী।

অন্যদিকে, হামলার নিন্দা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি লেখেন, হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে।

/এএম

Exit mobile version