Site icon Jamuna Television

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন স্টিফেন মিলার

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা রয়টার্স নিশ্চিত করেছে এ তথ্য।

রোববার (৪ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ছয় মাসের মধ্যে ঘোষণা দেয়া হতে পারে হোয়াইট হাউসের নতুন নিরাপত্তা উপদেষ্টার নাম।

এরই মধ্যে এই পদের জন্য আলোচনায় এসেছে একাধিক নাম। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, স্থায়ীভাবে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগে তাড়াহুড়ো করতে চান না ট্রাম্প।

এর আগে, গত সপ্তাহে এ পদ থেকে মাইকেল ওয়াল্টজকে সরিয়ে দেন তিনি। অস্থায়ীভাবে এ পদে নিয়োগ দেয়া হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। আর ওয়াল্টজকে মনোনীত করা হয় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে।

/এএইচএম

Exit mobile version