Site icon Jamuna Television

সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত ইইউ

অবাধ-সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের।

সোমবার (৫ মে) জাতীয় প্রেসল;আবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

তিনি বলেন, নির্বাচন কখন হবে সেটি বাংলাদেশের ব‍্যাপার, এটা নিয়ে কোন পক্ষের ওপর কোন চাপ নেই।ইউরোপের যেসব দেশের ভিসা তৃতীয় দেশ থেকে নিতে হয়, সেগুলো নিয়ে সমস্যার কথা শুনেছি। এটা কীভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করছি।

তিনি আরও জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরানো বিচারিক প্রক্রিয়া, এতে কয়েক বছর সময় লাগার কথা।

/এএস

Exit mobile version