Site icon Jamuna Television

রংপুরে শাপলা-জুলাই-পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিবিরের মানববন্ধন

রংপুর ব্যুরো:

জুলাই গণঅভ্যুত্থান, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও পিলখানা ট্র্যাজেডিসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে রংপুরে মহানগর ছাত্রশিবির। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমান, রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি সোহেল রানা, জেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান, রংপুর সরকারি কলেজ সভাপতি সামসুল ইসলাম প্রমুখ।

তারা বলেন, জুলাই বিপ্লবের ৯ মাস পার হলেও বিচার দৃশ্যমান হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি। শাপলা, পিলখানা, জুলাই, ২৮ অক্টোবরসহ কোনও হত্যাকাণ্ডের বিচার হয়নি। এ সময় অবিলম্বে বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

/এএইচএম

Exit mobile version