Site icon Jamuna Television

ইরানে মাশহাদ শহরে বিস্ফোরণ

ইরানের মাশহাদ শহরে ভয়াবহ বিস্ফোরণ ও কোম শহরে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছড়িয়ে পরে বিস্ফোরণের ছবি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় মাশহাদে একটি মোটরসাইকেল কারখানায় শক্তিশালী বিস্ফোরণে টায়ার ও কার্ডবোর্ড ভর্তি একটি গুদামে আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা নিশ্চিত করতে বা বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে পারেনি।

এদিকে মাশহাদে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ইরানের কুম শহরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর গতকাল শনিবার রাতে দেশটির কারাজ শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে।

একই সময় কারাজ শহরে ৪ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়। বিস্ফোরণ ও ভূমিকম্পের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

মাশহাদ ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন, চার হাজার বর্গমিটারের টায়ার এবং কার্ডবোর্ডের গুদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।

এর আগে, গত ২৬ এপ্রিল বন্দর আব্বাস বন্দরে এক বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়।

/এআই

Exit mobile version