Site icon Jamuna Television

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সামরিক হুমকির জবাব ইরানের

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আসতিয়ানি নাসিরজাদে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ চিন্তা করলেও তেহরান কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেবে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সামরিক হুমকির কথা উল্লেখ করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সমাধানের কথা বললেও মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও যোগ করেন, ‘ইরান কখনও আক্রমণ শুরু করেনি, কিন্তু কোনো আগ্রাসন হলে আমাদের প্রতিক্রিয়া হবে দ্রুত, শক্তিশালী ও অপ্রতিরোধ্য।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর শত্রু নই, তারা আমাদের ভাই। কিন্তু ওইসব দেশের মাটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে।’

/এআই

Exit mobile version