Site icon Jamuna Television

আবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

১২০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ’ সিরিজের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার (৫ মে) ক্ষেপণাস্ত্রটির পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর আইএসপিআর। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আইএসপিআর জানিয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও নির্ভুলতাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

সেনাবাহিনীর মিডিয়া শাখা আরও জানিয়েছে, প্রশিক্ষণমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থাগুলোর কর্মকর্তা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা প্রত্যক্ষ করেছেন।

/এআই

Exit mobile version