Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ জয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ ‘এ’

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল ওয়ানডেতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এতে ৩ ম্যাচের সিরিজ দারুণভাবে শুরু করলো নুরুল হাসানের দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (৫ মে) সকালে টসে জিতে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’। জবাবে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর ফেলে স্বাগতিকরা।

টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। রানের খাতা খোলার আগেই শরিফুল-খালেদের বলে ফেরেন দলের ৪ ক্রিকেটার। পঞ্চম উইকেটে জশ ক্লার্কসনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান আরেক ওপেনার রাইস মারিউ। এরপর ৪২ রানে আউট হন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ডিন ফক্সক্রফটের ৭২ রানে ১৪৭ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড ‘এ’ দল।

লাল সবুজের পক্ষে ৩টি করে উইকেট পেয়েছেন খালেদ আহমেদ ও তানভীর ইসলাম। সমান ২টি উইকেট ঝুলিতে ভরেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

জবাবে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ ‘এ’। ক্রিস্টিয়ান ক্লার্কের জোড়া আঘাতে ২৪ রানে পারভেজ ইমন আর নাইম শেখ ফেরেন ১৮ রানে। ভালো শুরুর পরও এনামুল হক বিজয় ক্যাচ দিয়ে ফেরেন ৪৫ বলে ৩৮ রান করে।

তবে অধিনায়ক নুরুল হাসান সোহানের ২৬ বলে ২০ আর মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত ৪২ রানে (৬১ বলে) সহজেই জয়ের বন্দরে পৌছে যায় স্বাগতিকরা।

/এএম

Exit mobile version