Site icon Jamuna Television

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি, গুলিবিদ্ধ ভারতীয়

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে। রোববার (৫ মে) দিবাগত গভীর রাতে সীমান্তে গুলির ঘটনা ঘটে।

কসবা থানার ওসি আব্দুল কাদের  জানান, রোববার মধ্যরাতে কসবার মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় আহত সাকিবকে কুমিল্লায় প্রেরণ করে স্থানীয়রা।

মাদলা এলাকার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, তরুণের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আমরা তার বাড়িতে যাচ্ছি।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

/এএস

Exit mobile version