Site icon Jamuna Television

বিসিবির সাবেক পরিচালক মল্লিকের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরেক সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। নানা সময়ে তার বিরুদ্ধেও ছিল বোর্ডে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ। এছাড়া ক্লাব বাণিজ্যেও তার নাম জড়িয়েছে বহুবার।

এবার সেই মল্লিকের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সূত্র জানিয়েছে, মল্লিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছিল দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মামলার তদন্তের সময় অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পদ এবং তার আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখা হবে।

এদিকে, ৩২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও ৮০০ কোটির অস্বাভাবিক লেনদেনের অভি‌যো‌গে নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধেও ২টি মামলা করা হয়েছে।

/এমএমএইচ

Exit mobile version