Site icon Jamuna Television

আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের

আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালু ও সম্প্রসারণের জন্য মার্কিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সহিংস অপরাধীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।

ট্রাম্প বলেছেন, আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে আলকাট্রাজ কারাগার পুনরায় চালু করা হবে। এর আগে, কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত। 
  
ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও লেখেন, তিনি বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কারাগার ব্যুরোকে আলকাট্রাজ কারাগার সম্প্রসারণ ও পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এই কারাগারে ‘আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের’ রাখা হবে।

ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসে ফিরে আসার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কারাগারটি পুনরায় চালু করা আমার মনের আসা ছিল এবং আমি তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। এটি আইন-শৃঙ্খলার প্রতীক।’

দ্বীপের অবস্থান, ঠান্ডা জল এবং তীব্র স্রোতের কারণে আলকাট্রাজকে আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে বিবেচনা করা হয়। আলকাট্রাজ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বন্দির পালানোর রেকর্ড নেই। যদিও পাঁচজন বন্দিকে “নিখোঁজ এবং ডুবে মৃত্যু” হিসেবে তালিকাভুক্ত করা হয়।

/এআই

Exit mobile version