পেরুতে অপহরণের পর সোনার খনিতে পাওয়া গেলো ১৩ শ্রমিকের মরদেহ

|

পেরুতে একটি সোনার খনির ভেতর কয়েক দিন আগে অপহৃত ১৩ শ্রমিকের মরদেহ পাওয়া গিয়েছে সোনার খনিতে। নিহতরা রাজধানী লিমার উত্তরে পাতাজ প্রদেশে অবস্থিত ওই খনিতেই কাজ করতেন, যার মালিক পেরুর খননকারী কোম্পানি পোদেরোসা। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় অবৈধ খননে জড়িত একদল লোককে মোকাবেলা করতে এই ১৩ শ্রমিককে পাঠানো হয়েছিল, কিন্তু সোনার খনিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া একটি অপরাধী চক্র তাদের অপহরণ করে।

চক্রটি অপহৃত শ্রমিকদের খনির একটি সুড়ঙ্গের ভেতর জিম্মি করে রাখে এবং টানা এক সপ্তাহ ধরে শ্রমিকদের আত্মীয়দেরকে হুমকিমূলক বার্তা পাঠায়। 

শুক্রবার এক বিবৃতিতে পোদেরোসা বলেছে, অবৈধ খনন রোধে পুলিশ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তারা হতাশ। অঞ্চলটির সহিংস পরিবেশ ক্রমেই তীব্রতর হচ্ছে। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply