আফতাব নগরে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

|

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর আফতাব নগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) গৃহবধূকে দুপুরের দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়ার (২৩) বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। তিনি ওই এলাকার মো. আব্দুল কাইয়ুমের মেয়ে ছিলেন। বর্তমানে সবুজবাগ থানার বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন।

নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ বলেন, বোনের সঙ্গে আফতাব নগর পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় বাসায় ফিরছিলেন তারা। কালাচাঁদপুরে বোনের বাসায় যাওয়ার জন্য আফতাব নগরের মেইন সড়কে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় উঠেন। তবে মূল সড়কে পৌঁছানোর আগেই অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অচেতন হয়ে পড়েন সাদিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply