রেলিক সিটিকে অবৈধ কার্যক্রম বন্ধের নোটিশ রাজউকের

|

সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নে অবস্থিত আবাসান প্রকল্প রেলিক সিটিকে দ্রুত সাইনবোর্ড অপসারণ ও বিজ্ঞাপন প্রচার বন্ধসহ সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৫ মে) রাজউকের নগর-পরিকল্পনা ও বাস্তবায়ন শাখা থেকে এই নোটিশ পাঠানো হয়।

এতে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে ভরাটকৃত অংশের বালু অথবা মাটি অপসারণ করে গৃহীত পদক্ষেপ যথাযথ কর্তৃপক্ষকে না জানালে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ও বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা অনুযায়ী রেলিক সিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নোটিশে আরও বলা হয়– গ্রামবাসীর পক্ষে আতাউর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেখা যায়, রেলিক সিটি রাজউক কর্তৃক অনুমোদিত নয়। সরেজমিন পরিদর্শন করে রাজউক কর্তৃপক্ষ দেখে, কৃষি জমিতে ‘রেলিক সিটি’ নামের সাইনবোর্ড বিদ্যমান রয়েছে। কিছু কিছু জমিতে সীমানা প্রাচীর রয়েছে। উক্ত এলাকায় রেলিক সিটির সাইট অফিস পাওয়া যায়।

রেলিক সিটির লে আউট থেকে দেখা যায়– কুমারন, রাজারবাগ, কমলাপুর, সাধাপুর, চাকুলিয়া, চান্দপাড়া, রাজাসন, নিকরাইল, গান্ধারিয়া, বিলঘাবিল মৌজার প্রায় ৮ হাজার ২৭১ বিঘা জমিতে রেলিক সিটি লে আউট প্রণয়ন করেছে।

ম্যাপ, স্যাটেলাইট ইমেজ ও সরেজমিন পরিদর্শন শেষে বিশ্লেষণ করে দেখা যায়, এই জমিগুলো সাধারণ জলস্রোত ও কৃষি জমি এলাকা হিসেবে ড্যাপে গুরুত্ব দেয়া হয়েছে। রাজউকের অনুমোদন ছাড়া প্রস্তাবিত রেলিক সিটির প্রণীত লে আউট প্রণয়ন, সাইনবোর্ড স্থাপন আইন পরিপন্হী কাজ; যা রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৫, ১৯ ও ২০ এবং বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ এর ১৬(৩) এর সুষ্পষ্ট লঙ্ঘন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply