Site icon Jamuna Television

ট্রাম্পের শুল্ক নীতির জেরে থাইল্যান্ডে ২৪ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি বাস্তবায়িত হলে থাইল্যান্ডের রফতানিতে বছরে ২৪ বিলিয়ন ডলার (প্রায় ২.৪ লক্ষ কোটি টাকা) ক্ষতি হতে পারে। সোমবার (৫ মে) জাপানিজ গণমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে দেশটির ইলেকট্রনিক্স, অটো পার্টস ও কৃষি পণ্য রফতানিতে এই শুল্কের প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে।

 ব্যবসায়িক সংগঠন সতর্ক করে দিয়ে বলেছে, এভাবে চলতে থাকলে মুদ্রাস্ফীতি সমস্যায় পড়বে থাইল্যান্ড। এছাড়াও আমদানি-রফতানি খাতে ক্ষতি কাটানো সম্ভব হবে না।

ওয়াশিংটনের ব্যাপক শুল্ক নীতির আওতায় থাইল্যান্ডের রফতানিকৃত পণ্যের ওপর ৩৬% শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড সরকার ৯০ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে বাধ্য হয়েছে।

প্রাথমিক হিসাবে, এই শুল্ক নীতির প্রভাবে থাইল্যান্ডের বার্ষিক রপ্তানি আয়ে ২.৪ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মার্কিন বাজারে থাই রাবার, কম্পিউটার কম্পোনেন্ট এবং ক্যানড ফুডের রফতানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

/এআই

Exit mobile version