খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল

|

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

ইতোমধ্যে তারেক রহমানের লন্ডনের বাসা থেকে সফরসঙ্গীসহ লন্ডনে বিমানবন্দরের উদ্দেশে রওনা করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যাচ্ছেন।

এদিকে, মঙ্গলবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা রয়েছে। তাই নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার নির্দেশনা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, কাতারের আমিরের পাঠানো র‍য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার আমি অনুরোধ করছি।

তিনি আরও লেখেন– পাশাপাশি কেউ যেন সড়কে না নামতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ব্যবস্থা নেয়ার আমি অনুরোধ করছি।

এদিকে, খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো মঙ্গলবার সকাল ১০টায় শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া, একই সময়ে কারিগরিরও বিভিন্ন ডিসিপ্লিনের অন্তত ১৪টি পরীক্ষা এদিন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: খালেদা জিয়া ফিরবেন; ডিএমপির ১০ নির্দেশনা, এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি-বাইক

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply