Site icon Jamuna Television

সারাদেশে বৃষ্টির কারণে শীতের প্রকোপ বাড়বে

ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে পৌষের শুরুতেই দেশব্যাপী শুরু হয়েছে শীত নামানো বৃষ্টি। ভারতের অন্ধ্র প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এ বৃষ্টিপাত শুরু হয়।

থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রাও কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে নগরবাসীর। আবহাওয়া অফিস বলছে, বুধবারও বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে স্বাভাবিকের চেয়ে শীতের তীব্রতা বাড়বে। তবে বৃহস্পতিবার আকাশ মেঘমুক্ত হবে। এরপর থেকে শীতের তীব্রতা বাড়তে থাকবে।

এদিকে ঘূর্ণিঝড় ফেথাই চলে গেলেও সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত কমে যাওয়ার পর আকাশ মেঘমুক্ত হলে রাতের তাপমাত্রা কিছুটা কমবে, বাড়বে শীতের তীব্রতা।

Exit mobile version