Site icon Jamuna Television

অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে (৩৫) উদ্ধার করা হয়েছে। অপহরণের তিন দিন পর সোমবার (৫ মে) বিকেলে বগুড়ার নিশিন্দারা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা র‍্যাব-১৩ কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে র‍্যাব যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরের নিশিন্দারা এলাকা থেকে ভিকটিম তরিকুল ইসলামকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে সাদুল্লাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তরিকুলের ছোটভাই হিরু মিয়া অভিযোগ করেন, অশুধের দোকানে সুমন মিয়া বিকেলে বসতেন। তাকে দোকানে আসতে নিষেধ করার জেরে সুমন মিয়া ও মিলন মিয়াসহ তাদের লোকজন প্রকাশ্যে রাস্তা থেকে তরিকুলকে তুলে নিয়ে যায়। অবশেষে ভাই উদ্ধার হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ভিকটিমকে বগুড়া থেকে উদ্ধারের পর সাদুল্লাপুর থানায় আনা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলেছে বলে জানান তিনি।

এর আগে, গত শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে অপহরণ করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ ঘটনার পরদিন তরিকুলের ছোট ভাই হিরু মিয়া বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।

/এএম
 

Exit mobile version