Site icon Jamuna Television

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের  ফোনালাপ হয়েছে। সোমবার (৫ এপ্রিল) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়ালি ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়।

ফোনালাপে তৌহিদ হোসেন ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযমের আহ্বান জানান তিনি।

পোস্টে বলা হয়েছে, টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং একতরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে তৌহিদ হোসেনকে অবহিত করেন। যার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করার স্বেচ্ছাচারী সিদ্ধান্তও অন্তর্ভুক্ত রয়েছে।

উভয় পক্ষই পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

/এসআইএন

Exit mobile version