Site icon Jamuna Television

গাজার শিশুদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিক হচ্ছে পোপের ব্যবহৃত গাড়ি

প্রয়াত পোপ ফ্রান্সিসের ব্যবহৃত গাড়িটি গাজা উপত্যকার শিশুদের জন্য একটি ভ্রাম্যমাণ ক্লিনিকে রূপান্তরিত করা হবে।  এটিই তার শেষ ইচ্ছা ছিল বলে জানা গেছে। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সুইডেনের কারিতাসের মহাসচিব পিটার ব্রুন এবং জেরুজালেমের আন্তন সাফারের সমন্বয়ে এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে। মৃত্যুর আগে এই প্রকল্পটি পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত অনুমোদন পেয়েছিল। 

ফিলিস্তিনি সংবাদ ও তথ্য সংস্থা ওয়াফার মতে, পোপ বলেছিলেন, যদি গাড়িটি গাজার শিশুদের সাহায্যে আসে, তবে এটিকে ভ্রাম্যমাণ ক্লিনিক হিসেবে ব্যবহার করা উচিত।

গাজায় পোপের ভ্রমণের প্রতীক হয়ে ওঠা এই গাড়িটি চিকিৎসা সরঞ্জাম দিয়ে সজ্জিত থাকবে এবং প্রতিরক্ষামূলক স্তর দিয়ে সুরক্ষিত থাকবে।

তবে, প্রধান চ্যালেঞ্জ হলো অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দেওয়া, কারণ দুই মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

/এআই

Exit mobile version