Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৯ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় সকালে তাদেরকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। ভোরে ফতুল্লার কোতোয়ালেরবাগ এলাকায় হয় এই বিস্ফোরণ।

পুলিশ ইন্সপেক্টর সাজ্জাদ রোমেন জানান, বাড়ির গৃহকত্রী রান্না ঘরে যাওয়ার আগে থেকেই সিলিন্ডার লাইন লিকেজ হয়ে সেখান থেকে গ্যাস বের হচ্ছিলো। এসময় গৃহকত্রী ম্যাচ ধরাতেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হন বাড়ির সবাই। অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

Exit mobile version