Site icon Jamuna Television

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, দারুণ এক পোশাকে হাজির হন শাহরুখ খান। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কিং খানের অনুরাগীরা অপেক্ষা করছিলেন রেড কার্পেটে কিং খান কী পরবেন, কীভাবে সাজবেন।

নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ রাজার মতো এন্ট্রি নিলেন বলিউড বাদশা।  ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ৫৯ বছর বয়সি এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব। 

মেট গালায় এই প্রথম কোন ভারতীয় পুরুষ অভিনেতা অংশ নিলেন। সেই অর্থে ইতিহাস গড়লেন কিং খান। কিং, তাই গলায় শোভা পেয়েছিল ‘K’ লকেট। বলা যেতে পারে হাতের ছড়িতে থাকা বাঘের মুখ আর গলার কে, অভিনেতার লুককে আলাদা মাত্রায় পৌঁছে দেয়। 
এবারের মেট গালার থিম ‘সুপারফাইন টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর তাই সব্যসাচী মুখোপাধ্যায় নিখুঁতভাবেই সাজিয়েছেন শাহরুখকে।

/এআই

Exit mobile version