Site icon Jamuna Television

মৌলিক সংস্কারের মূল ভিত্তি— ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ: আখতার হোসেন

ফাইল ছবি

ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

আজ মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বর্ধিত আলোচনায় একথা বলেন তিনি।

এদিন সকালে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের বৈঠকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন দলের প্রতিনিধিরা।

অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করাই কমিশনের লক্ষ্য। এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো আলোচনার দ্বিতীয় পর্যায়ে থাকবে। এছাড়াও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে।

/এসআইএন

Exit mobile version