পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি কবি মোসাব আবু ত্বহা। স্থানীয় সময় সোমবার (৫ মে) মার্কিন ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারে প্রকাশিত তার লেখা রচনাগুলোর জন্য এই পুরস্কার পেলেন তিনি। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কঠোরভাবে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করায় ২০২৩ সালে মোসাব আবু ত্বহাকে আটক করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। এরপর মোসাবকে মুক্তি দেয়া হয় মিসরে। সেখান থেকে পরে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রে এসে দ্য নিউ ইয়র্কারে সেই তিক্ত ও ভয়ংকর অভিজ্ঞতার কথা লিখতে শুরু করেন।
২০২৫ সালের পুলিৎজারে সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। আন্তর্জাতিক প্রতিবেদন, স্থানীয় প্রতিবেদন, ব্যাখ্যামূলক প্রতিবেদন এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফি।
সুদানে সংঘাত নিয়ে কভারের জন্য আন্তর্জাতিক বিভাগে পুরস্কার অর্জন করেছে নিউইয়র্ক টাইমস। অন্যদিকে, গত বছর নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনার তাৎক্ষণিক সংবাদ প্রচারের জন্য ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। এছাড়াও ফেন্টানল সংকট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
/এআই
Leave a reply