Site icon Jamuna Television

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোতে বিমান চলাচল বন্ধ, সামরিক শোভাযাত্রার প্রস্তুতি বিঘ্নিত

রাশিয়ার রাজধানী মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর নিরাপত্তার কারণে মস্কোর চারটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পাঠানো একাধিক ড্রোন মস্কোর আকাশে ধরা পড়েছে। রুশ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া জানিয়েছে, ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো ও ঝুকোভস্কি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন দিক থেকে ছোড়া অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

তবে কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান সড়কে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

/এআই

Exit mobile version