Site icon Jamuna Television

জাসদের ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

‘পরিবর্তনের ধারা সংহত করা ও এগিয়ে নেয়া’ শিরোনামে ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি হাসানুল হক ইনু।

১৯৭২ এর সংবিধানের চার মুলনীতি, তরুণ, দুর্ণীতি, স্থানীয় প্রশাসনের উপর সংসদ সদস্যদের প্রভাব কমানো, সুশাসনের উপর জোর দেয়া ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালুর উপর জোর দিয়ে ইশতেহার ঘোষণা করে জাসদ।

দলের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে বিএনপি-জামাতকে রাজনীতিতে পুনর্বাসন করতে ড.কামাল কাজ করছেন বলে মন্তব্য করেন দলের সভাপতি হাসানুল হক ইনু। ঐক্যফ্রন্ট নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ইনু। এছাড়াও তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন যারা সমর্থন করে না তারা সাইবার অপরাধীদের উৎসাহিত করে।

Exit mobile version