বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনার জন্য রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৬ মে) দলটির যুগ্ম সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক দল ও পক্ষের সাথে আলাপ ও আলোচনার জন্য এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব। সদস্য হিসেবে রয়েছেন, নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।
/আরএইচ

