Site icon Jamuna Television

রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি চায় বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

ফাইল ছবি।

মিয়ানমারের রাখাইনে নতুন যে প্রশাসনিক কাঠামো তৈরি হচ্ছে তাতে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি দেখতে চায় বাংলাদেশ। আরাকান আর্মিকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

মঙ্গলবার (৬ মে) মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

খলিলুর রহমান বলেন, নতুন করে রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে চেষ্টা করছে সরকার। বিষয়টি খুব জোড়ালোভাবে আরাকান আর্মিকে জানানো হয়েছে। এছাড়াও জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিকে কয়েকটি কথা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আরাকানের নতুন প্রশাসনের সব স্তরে রোহিঙ্গাদের রাখার দাবি জানানো হয়েছে। এটি না করলে আরাকান আর্মির সাথে কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে। এটি তাদের জন্য একটি প্রথম পরীক্ষা। তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে কিনা তার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। এ সময় জাতিগত নিধন কোনও অবস্থাতেই বাংলাদেশ সমর্থন করে না বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version