ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

|

মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন নীতিতে হঠাৎই বড় পরিবর্তন এসেছে। ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ মে) ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন শর্তে রাজি হয়েছে হুতিরা। সশস্ত্র গোষ্ঠীটি বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এরই ফলশ্রুতিতে ইয়েমেনে বিমান হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র। এ সময় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরাতে বড় পদক্ষেপ আখ্যা দিয়েছেন ট্রাম্প।

তিনি আরও বলেন, হুতিরা আর যুদ্ধ চায় না। আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই। যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা করবে না। তারাও জাহাজগুলোতে আর হামলা করবে না।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply