Site icon Jamuna Television

পাকিস্তানে মিসাইল হামলা ভারতের, নিহত ৩

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলার বিষয়টি পাকিস্তানি এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছে। এ ঘটনায় এক শিশুসহ নিহত হয়েছে ৩ জন। এছাড়া ১২ জন আহত হয়েছে বলেও দাবি ইসলামাবাদের।

পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানান।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পাকিস্তানের বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি জানান,ভারত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা দেশটির কোটলি, মুজাফফরবাদ ও ভাওয়ালালপুরে আঘাত হানে।

এই কর্মকর্তার দাবি, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সঙ্গে সঙ্গে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে এবং ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে বাধা দেয়।

/এটিএম

,

Exit mobile version