Site icon Jamuna Television

ভারতের হামলার পর কড়া জবাব পাক প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা বলেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, ভারতের এই হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেয়া হচ্ছে।

তিনি বলেন,শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, পাকিস্তানি জাতির মনোবল দৃঢ়। বলেন তিনি।

/এটিএম

Exit mobile version