Site icon Jamuna Television

রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকলেও মৌলিক জায়গায় ঐকমত্য হতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে। তবে মৌলিক জায়গায় সবার ঐকমত্য হতে হবে।

বুধবার (৭ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, এটি শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। এসময়, জাতীয় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার জানান, ১১৮ টি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য। এছাড়াও ঐকমত্য প্রতিষ্ঠায় দলটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেয় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক।

/এসআইএন

Exit mobile version