Site icon Jamuna Television

স্বতন্ত্রভাবে নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের স্বপদে বহালের দাবি

স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা স্বপদে বহাল করার দাবি জানিয়েছেন।

বুধবার (৭ মে) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আমলে নির্বাচিত হওয়া কোনো অপরাধ নয়, এটি তাদের অর্জন। তারা দাবি করেন, তৎকালীন আওয়ামী ক্যাডারদের সাথে লড়েই তারা বিজয়ী হয়েছেন। বর্তমান সরকারের সময়ে নিরপেক্ষ নির্বাচন হলে তারা আবারও বিজয়ী হবেন বলে বিশ্বাস করেন।

আন্দোলনেও শিক্ষার্থীদের পক্ষে ছিলেন বলে দাবি তাদের। বলেন, যদি তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তারা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত।

/এমএইচ

Exit mobile version