Site icon Jamuna Television

ওয়ান ইলেভেন তৈরি হতে পারে এমন সংস্কারে হাত না দেয়ার আহ্বান ফারুকের

ফাইল ছবি।

আরেকটি ওয়ান ইলেভেন তৈরি হতে পারে, এমন সংস্কারে হাত না দিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার (৭ মে) দুপুরে প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

ফারুক বলেন, চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে গণঅভ্যর্থনা পেয়েছেন তাতে নেতাকর্মীরা আবার উৎসাহ পেয়েছে। তাই এখনই নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। ড. ইউনূসকে এ নিয়ে সতর্ক হবার আহ্বান জানান তিনি।

করিডর না দিয়েও রাখাইনদের সহযোগিতা করার সক্ষমতা বাংলাদেশের মানুষের আছে বলেও মন্তব্য করেন জয়নাল আবদিন ফারুক। নতুন নির্বাচিত সরকারকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

/এমএইচ

Exit mobile version