রাজবাড়ী প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগরের মরদেহ পরিবারের আপত্তিতে কবর থেকে উত্তোলন স্থগিত করেছে প্রশাসন।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের নির্দেশে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন’র নের্তৃত্বে সাগরের কবরস্থানে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তাসহ অন্যান্যরা।
এ সময় লাশ উত্তোলনে আপত্তি জানান নিহত সাগরের বাবা মোয়াজ্জেম হোসেনসহ পরিবারের সদস্যরা। পরে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন চেয়ে লাশ উত্তোলন না করে ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মামলার তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে, মিরপুর মডেল থানায় গত ৬ ফেব্রুয়ারি নিহত সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে ময়নাদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কবর থেকে সাগরের লাশ উত্তোলনের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুর ১০ গোল চত্বরে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিরপুর বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাগর। তিনি রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। ২০ জুলাই তাকে নিজ গ্রামের কবরস্থানে সমাহিত করা হয়।
/এএইচএম
Leave a reply