Site icon Jamuna Television

পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয়: গৌতম গম্ভীর

ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচ ক্রিকেটেও লেগেছে। এরইমধ্যে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয়’।

ভারত ও পাকিস্তান সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে ২০১৩ সালে। এরপর শুধু এশিয়া কাপ ও আইসিসি আয়োজিত টুর্নামেন্টেই দেখা হয়েছে দুই দলের। অধিকাংশই আবার নিরপেক্ষ ভেন্যুতে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাবই পড়েছে ক্রিকেটে।

সম্প্রতি পেহেলগামের রক্তাক্ত ঘটনার পর দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বলে দিলেন, পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতেও খেলা উচিত নয় তাদের। এর আগে সৌরভ গাঙ্গুলীও বলেছিলেন, পাকিস্তানের ক্রিকেট খেলাই উচিত না।

/এসআইএন

Exit mobile version